নিজস্ব প্রতিবেদক || ইন্টারনেট সেবার চার্জ পরিশোধে বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে ব্যাংকগুলোকে অনুমতি দিয়ে নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ ব্যাংক। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে বিদেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে ইন্টারনেট সেবার চার্জ পাঠাতে পারবে। এর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ রবিবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি, বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ব্যাংকে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ব্যাংকগুলো নিজেরাই অর্থ পাঠাবে। লেনদেন-সংক্রান্ত সব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চাইলে তা দেখাতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মানতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যান্ডউইথের পাশাপাশি নানা ধরনের ইন্টারনেটভিত্তিক সেবার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এসব চার্জ পাঠানোর ক্ষেত্রে জটিলতায় পড়ছিল। নতুন নির্দেশনায় ফলে সময় বাঁচবে, সেবার চার্জ বিদেশে পাঠানো সহজ হবে। একই সঙ্গে দেশি প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সেবাদাতাদের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত হতে পারবে।