1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ

প্রথম ডাক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে

প্রথম ডাক ডেস্ক || বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেন এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সাথে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষারও প্রশংসা করেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি চিঠিও হস্তান্তর করেন খালিদ হোসেন। যেখানে পাকিস্তানে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT