স্বাস্থ্য ডেস্ক || পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন নারীরা। এই রোগ হলে অনেক সময় পিরিয়ড অনিয়মিত হয়ে পড়ে বা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে ‘পিসিওএস’ এ আক্রান্ত হলে নারী মা হতে পারবেন কিনা?
ডা. সুজয় সেনগুপ্ত একটি পডকাস্টে বলেন, ‘পিসিওএস একটি হরমোনজনিত সমস্যা। যে সমস্যা দেখা দিলে অনিয়মিত পিরিয়ড হয় এবং অতিরিক্ত লোম গজাতে পারে শরীরে। এই সমস্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখি পলিসিস্টিক ওভারি আছে কিনা। ওভারিতে ডিমের সংখ্যা বেশি থাকলে পিরিয়ড বন্ধ থাকে। এটি একটি ক্রনিক ডিজিজ। এটি একটি হরমোনের সমস্যা।’
ডা. সুজয় সেনগুপ্ত আরও বলেন, ‘‘পিরিয়ড রিগুলার না হলেও রোগী মা হতে পারেন। মা হতে হলে ওজন কমানো প্রথম শর্ত। ওজন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে স্বাভাবিকভাবেই মা হওয়া সম্ভব আর ওজন বেশি থাকলে মা হতে হলে পিসিওএস রোগীর চিকিৎসা গ্রহণ করতে হবে।’’