সিরাজগঞ্জ প্রতিনিধি || জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলার আহবায়ক মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আল-আরাফাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বল। জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)’র জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলার ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি তাদের সুদূরপ্রসারী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জে এনসিপির ভিত্তি শক্তিশালী করবে বলে তৃণমূলের প্রত্যাশা।
উল্লেখ্য দীর্ঘ দিন যাবৎ আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বল সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা, কারিগরি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বলকে এনসিপি’র জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলার আহবায়ক মনোনীত করার অনুভূতিতে তিনি বলেন, আমি চাই সিরাজগঞ্জের সাধারণ মানুষ রাষ্ট্রীয় সেবাখাতগুলোতে বৈষম্যহীন উন্নত সেবা পাবে। সমাজের একজন সাধারণ মানুষ তার নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা যাতে পেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করবো এবং তাকে সার্বিক সহযোগীতার জন্য সিরাজগঞ্জবাসী ও জাতীয় যুবশক্তির সদস্যদের আহবান জানান।