নিজস্ব প্রতিবেদক || চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৮.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৯টি কোম্পানির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।
এদিন ডিএসইতে মোট ৫৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর দিকে, সিএসইতে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৪৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২.১২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট কমে ৯৫৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৫.৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৪টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ১১টির।সিএসইতে ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।