1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে
উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে আছে

সিলেট প্রতিনিধি || সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পাশাপাশি সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়া ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসও গন্তব্য স্থলে পৌঁছেছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ও সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে ইঞ্জিনসহ লাইনচ্যুত চারটি বগি ছাড়া বাকিগুলো রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর সিলেট স্টেশনে আটক পড়া কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

প্রত্যক্ষদর্শী রফিুকল ইসলাম জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এরপরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।

রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

সিলেট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান ভুইয়া জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে যায়। তেমন হতাহতের ঘটনা ঘটেনি। ১০-১৫ জন অল্প আহত হয়েছেন।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কালনী এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT