1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মেক্সিকোতে আকস্মিক বন্যায় ২৮ জনের প্রাণহানি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

মেক্সিকোতে আকস্মিক বন্যায় ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্ব অংশে মুষলধারে বৃষ্টিপাতের ফলে নদীগুলো উপচে পড়েছে এবং রাস্তাঘাট ধসে পড়েছে। কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটির নাগরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকুয়েজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে তীব্র বৃষ্টিপাতের খবর জানিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- পূর্বে ভেরাক্রুজ, কেন্দ্রে কুয়েরেতারো ও হিডালগো এবং উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসি।

হিডালগো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুইলারমো অলিভারেস রেইনার মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মধ্যে অন্যতম কেন্দ্রীয় রাজ্য হিডালগোতে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভূমিধস ও বন্যায় রাজ্যে কমপক্ষে এক হাজার বাড়ি, ৫৯টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৩০৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে নয়জন মারা গেছেন এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। রাজ্যের গভর্নরের মতে, ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধসে একটি গ্যাস পাইপলাইন ফেটে গেছে।

উপসাগরীয় উপকূলীয় রাজ্য ভেরাক্রুজের গভর্নরের মতে, এই রাজ্যে একজন পুলিশ অফিসারসহ দুজন মারা গেছেন। প্রায় পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনী প্রায় ৯০০ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

কেন্দ্রীয় রাজ্য কুয়েরেতারোর কর্তৃপক্ষ ভূমিধসে এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে।

মেক্সিকো সরকার জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে ৩ লাখ ২০ হাজারেও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি রাজ্যের প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার স্থানীয় কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, “আমরা জনসংখ্যাকে সহায়তা করার জন্য, রাস্তা খোলার জন্য এবং বৈদ্যুতিক পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছি।”

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ধ্বংসস্তুপ পরিষ্কার করার জন্য দেশটি ৮ হাজার ৭০০ জনেরও বেশি সামরিক কর্মী মোতায়েন করেছে।

মেক্সিকো ২০২৫ সাল জুড়েই বিশেষ করে ভারী বৃষ্টিপাতের কবলে রয়েছে, রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে।

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় রেমন্ড বর্তমানে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রয়েছে, উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী রবিবার এটি মেক্সিকোর ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টিপাত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT