গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০ দিনের ব্যবধানে নীলগাইয়ের দুইটি শাবকের জন্ম হয়েছে। মায়েদের সঙ্গে খুনসুটি করে সময় কাটানো এই শাবক দুইটি এখন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, বিলুপ্তপ্রায় এই প্রজাতির সংখ্যা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
পার্ক সূত্র জানায়, সম্প্রতি কোর সাফারি অঞ্চলে জন্ম নেয় দুইটি শাবক। প্রথমটি গত মাসের ৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ২৮ সেপ্টেম্বর জন্ম নেয়। শাবকগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শুরুতে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, “৮ সেপ্টেম্বর দায়িত্বে থাকা কর্মীরা প্রথম শাবকটি দেখতে পান। পরে ২৮ সেপ্টেম্বর প্রাণীদের খাবার দেওয়ার সময় আরো একটি শাবক দেখা যায়। নিরাপত্তার কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।”
তিনি জানান, দুইটি শাবক সম্পূর্ণ সুস্থ এবং তাদের মায়েদের সঙ্গে মুক্তভাবে বিচরণ করছে। মাঝে মাঝে শাবক দুইটিকে একসঙ্গে খেলতে দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে দারুণ আনন্দের এক দৃশ্য। বিশেষ করে শিশুরা ছোট নীলগাইয়ের দৌড়ঝাঁপ উপভোগ করছে ভীষণভাবে।
সদ্য জন্ম নেওয়া দুইটি শাবকসহ এই পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। তবে, এখনো শাবক দুইটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।