1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তদন্ত প্রতিবেদন: ডুবে যাওয়ার ২০ মিনিট পর উদ্ধার হন সায়মা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

তদন্ত প্রতিবেদন: ডুবে যাওয়ার ২০ মিনিট পর উদ্ধার হন সায়মা

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে ডুবে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের মৃত্যুর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

লিখিত তদন্ত প্রতিবেদনে সকলের সামনে তুলে ধরেন তদন্ত কমিটির আহ্বায়ক উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। তিনি বলেন, “সায়মা মৃত্যুর পরদিন থেকে ২১ জন ব্যক্তির সাক্ষাৎকার, মেডিকেল ও সুইমিংপুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, লিখিত বক্তব্য ও অন্যান্য বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে।”

প্রতিবেদন অনুযায়ী তিনি আরো বলেন, “সায়মা সেদিন সাইকেল নিয়ে সুইমিংপুলে প্রবেশ করে। তারপর সাইকেল রেখে রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে সাঁতারের জন্য নামে। এ সময় তার সঙ্গে আরো একজন শিক্ষার্থী নামে। তারা দুজন একইসঙ্গে সাঁতার শুরু করে। তবে তার সঙ্গে যে ছিল সে একটু এগিয়ে ছিল।’

অধ্যাপক ফরিদ বলেন, “সায়মা সাঁতার শুরু করে ৪টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। সে প্রথম লাইনেই সাঁতার কাটছিল ওয়ালের পাশে এবং তার পাশেই আরেকজন মেয়ে সাঁতার কাটছিল। প্রায় ১ মিনিট ঠিকভাবে সাঁতার কাটার পরেই সায়মা প্রবলেম ফেস করতে শুরু করে।”

সিসি ক্যামেরার ফুটেজে অনুযায়ি অধ্যাপক ফরিদ আরো বলেন, “সিসি ক্যামেরায় দেখা যায়, তখন সে বারবার ডুব দিচ্ছিল এবং উঠছিল। তারপরই সে পানির নিচে তলিয়ে যায়। কিন্তু কেউ সেটা খেয়াল করে না। তার পাশে যে মেয়েটা সাঁতার কাটছিল, সে সাঁতার কেটে কয়েকবার এপাশ থেকে ওপাশে গেছে ৷ সে তখনো খেয়াল করেনি।”

“সায়মা বাদেও সেখানে পাঁচজন সাতারু এবং তিনজন প্রশিক্ষক ছিলেন। তাদের কারোর দৃষ্টিতেই সায়মা ডুবে যাওয়ার বিষয়টি আসেনি। পাশের মেয়েটা সাঁতার কেটে উঠার পর সে লক্ষ্য করে, তার পাশে সাঁতার কাটতে থাকা সায়মা পাশে নেই। তারপর সে গিয়ে তার ম্যাডামকে জানালে তারা ওয়াশরুমসহ সব যায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। হঠাৎ সায়মাকে পানির নিচে ডুবে থাকতে দেখে রুনা লায়লা নামে একজন প্রশিক্ষক পানিতে ঝাঁপ দিয়ে উঠাতে চেষ্টা করেন। কিন্তু তিনি উঠাতে পারেননি,” যোগ করেন উপ-উপাচার্য।

তিনি বলেন, “এরপর উপস্থিত আরো ২-৩ জন নামলেও সায়মাকে উঠাতে পারেনি তারা। সেখানে পানির গভীরতা প্রায় ৭ ফুট ছিল, ফলে তাকে তোলা সম্ভব হচ্ছিল না। এরপর বাইরে থেকে ডাকাডাকি করে আশপাশ থেকে কয়েকজন শিক্ষার্থী আসে। তাদের মধ্যে একজন পানিতে নেমে মাথার সাহায্য তাকে উপরে তোলে এবং সবাই ধরাধরি করে তাকে উদ্ধার করা হয়।”

তিনি আরো বলেন, “এরপর সেখান থেকে উদ্ধার রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে যে ডাক্তার ছিলেন, তিনি তার পালস-বিপি কিছুই ছিল না বলে জানিয়েছেন। তবে সেখানে দক্ষ কর্মীর অভাবে অক্সিজেন দিতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়। তারপর সেখান থেকে সায়মাকে রাজশাহী মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।”

অধ্যাপক ফরিদ বলেন, “আমরা তার পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তার আগে থেকেই শ্বাসকষ্টের সমসয়া ছিল এবং সে ইনহেলার নিত। তারপরেও কেনো তাকে সাঁতারে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, সেটার প্রশ্ন থেকেই যায়। একজন শিক্ষার্থী ডুবে যাওয়ার ২০ মিনিট পরেও কেউ কেন খেয়াল করল না, এ প্রশ্নও থেকে যায়।”

অধ্যাপক ফরিদ আরো বলেন, “সাঁতার কাটার সময় যারা উপস্থিত ছিল বা মেডিকেলের ডাক্তারের কোনো অবহেলা বা গাফিলতি আমরা লক্ষ্য করিনি। তার টের পাওয়ার পর যথেষ্ট চেষ্টা করেছে। সবাই দৌড়াদৌড়ি, ছোটাছুটি করেছে। তবে মেডিকেল সেন্টারে দক্ষ নার্স বা কর্মচারী না থাকায় কিছুটা বিলম্ব হয়েছে।”

সাঁতার প্রশিক্ষকের ব্যাপারে তিনি বলেন, “আরেকটা বিষয় বারবার সামনে আসছে, বলা হচ্ছে- প্রশিক্ষক সাঁতার পারে না। এটা সত্য নয়, তিনি সাঁতার পারেন। আমরা এখন পর্যন্ত এ তথ্যগুলো পেয়েছি, বাকিটা চূড়ান্ত তদন্ত রিপোর্টে জানানো হবে।”

এ সময় সিনেট ভবনে উপস্থিত ছিলেন, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ, সমাজবিজ্ঞান বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমান, রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিশ্রুত ৭২ ঘণ্টা পার হওয়ার পরও তদন্ত প্রতিবেদন না দেওয়ার প্রতিবাদে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এসময় তাদের প্রশাসন ভবনের সামনে টায়ার পুড়িয়েও বিক্ষোভ করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT