প্রথম ডাক প্রতিবেদক || রাজধানীতে নোয়াখালীবাসীর মিলনস্হল, সুখ দুঃখ ভাগাভাগির ঠিকানা ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সমিতি, ঢাকার পরিচালনা কমিটি নির্বাচন না করে সমিতিকে জবর দখল করে রেখেছিল একটি কুচক্রী মহল। সমিতির প্রতিবাদী অনেক সদস্যদের ত্যাগ, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ সুবিধাবাদী কুচক্রী মহলকে নিপাত করতে না পারলেও তাদের জোরালো প্রতিবাদের কারণে কুচক্রীমহল কোণঠাসা হয়ে পড়ে। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে কুচক্রীমহলটি শিকড় সহ উপড়ে পড়ে, গণতন্ত্রের দুয়ার খোলে। দীর্ঘ বছর পর গণতান্ত্রিক ধারায় ফিরে প্রাণ সঞ্চার হয়েছে নোয়াখালী জেলা সমিতিতে।
গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় আনন্দঘন, উৎসব মুখর পরিবেশে সমিতির ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল সভাপতি, নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি, মেধাবী-চৌকস পুলিশ কর্মকর্তা আব্দুল মাবুদ দুলাল সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।
বেলাল -দুলাল পরিষদ ও ফখরুল – সালাউদ্দিন নামে দুটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করে। বিশিষ্ট ব্যবসায়ী, ফারইস্ট ইন্সুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে ১৪ জন জয়ী হন, আর বেলাল- দুলাল পরিষদ থেকে ১৭ জন নির্বাচিত হন।
২ প্যানেলেরই অনেক উচ্চ শিক্ষিত যোগ্য লোক নির্বাচিত হননি, প্রয়োজনীয় যোগাযোগ, সময় স্বল্পতা, নিজ কর্মে ব্যস্ততা সহ বিভিন্ন কারণে ভোটারদের নিকট প্রার্থীই নিজেকে তুলে ধরতে পারেননি। আগামীতে আরও আনন্দময় সুন্দর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ী পরাজয়ী সবাইকে ঢাকাস্হ নোয়াখালীবাসী, নোয়াখালী জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা, দৈনিক প্রথম ডাক পাঠক ফোরাম, দৈনিক প্রথম ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সারোয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকলের সু পরামর্শ ও মতামতের ভিত্তিতে নোয়াখালী জেলা সমিতিকে একটি প্রকৃত কল্যাণকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক।
অতীতের হিংসা বিদ্বেষ, হানাহানি, অগণতান্ত্রিক চিন্তা চেতনা বাদ দিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আশা তারা ব্যক্ত করেছেন এবং সকল সদস্য সেরকমই আশা করে।
পরামর্শ: একটি অলাভজনক, সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রচার ও বিভিন্ন খাতে অতি ব্যয় কখনো উচিত নয়। এবারের নির্বাচনে অনেক প্রার্থীর প্রচুর অর্থ ব্যয় হয়েছে, যা আমরা দেখেছি। এতে করে আগামীতে মেধাবী সৎ প্রার্থীগণ নির্বাচন করতে অনীহা প্রকাশ করবে, সমিতি দক্ষ নেতৃত্ব হারাবে। নতুন পরিচালনা পরিষদের নিকট প্রত্যাশা : চিন্তা, গবেষণা করে আরো গণতান্ত্রিক, আধুনিক, সহজতর, ব্যয় সংকোচন করে আগামীতে পরিচালনা পরিষদ নির্বাচন করতে হবে। বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে নতুন কমিটির নিকট নোয়াখালীবাসীর অনেক চাওয়া পাওয়া, সেই লক্ষ্য পুরণে তাঁরা কাজ করবে ইনশাআল্লাহ।