1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
উদ্ধার খতিব বললেন, অপহরণকারীদের বাংলাদেশি মনে হয়নি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

উদ্ধার খতিব বললেন, অপহরণকারীদের বাংলাদেশি মনে হয়নি

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি || গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে নিখোঁজের একদিন পর বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত পা-বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সদর উপজেলার হেলিবোর্ড এলাকায় তাকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মুফতি মহিবুল্লাহ মিয়াজী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, ‘‘বুধবার সকালে নির্জন রাস্তায় হাঁটছিলাম। এ সময় অজ্ঞাত পাঁচজন লোক একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাকে অপহরণ করে। গাড়িতে তোলার পর আমার মাথায় আঘাত করে। পরে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় এবং গালিগালাজ করে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল। মনে হয়নি, তারা বাংলাদেশের নাগরিক। নির্যাতন সইতে না পেরে জ্ঞান হারাই।’’

তিনি বলেন, ‘‘জুমার খুতবায় সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করতাম। এসব নিয়ে আলোচনা করায় এখন পর্যন্ত ১২ বার হুমকির চিঠি পেয়েছি। সর্বশেষ ২১ অক্টোবর হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। এর পরদিন ২২ অক্টোবর অপহরণ হই।’’

চিঠিতে কী ধরনের হুমকি দেওয়া হতো জানতে চাইলে মুফতি মহিবুল্লাহ মিয়াজী বলেন, ‘‘চিঠিতে লেখা থাকত—অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে, চিন্ময় কৃষ্ণের জামিনের বিষয়ে সহানুভূতিশীল হতে হবে, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের বিয়ে করতে পারে, এমন মাসআলা দিতে হবে।’’

এদিকে, মুফতি মহিবুল্লাহ মিয়াজী উদ্ধারের খবরে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। তিনি বলেন, ‘‘বিষয়টি পঞ্চগড়ের পুলিশ বিভাগ দেখছে। আশা করি, তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’’

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার বক্তব্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজ শেষে হাঁটার সময় টঙ্গী থেকে তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’’

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘‘সকাল ৬টা ৪৫ মিনিটে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং সুস্থ আছেন।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT