চবি প্রতিনিধি || চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এই আদেশ বলবৎ করা হয়েছে। এই সময়ে সেখানে সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েতের মতো কিছুই করা যাবে না এবং পাঁচ বা তার বেশিসংখ্যক লোক একসঙ্গে জড়ো হতে পারবে না।
রবিবার (৩১ আগস্ট) হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এই আদেশ দিয়েছেন।
দুপুর ২টা থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে, যা সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
১৪৪ ধারা বলবৎ করায় বর্ণনায় এলাকার পরিচিতিতে বলা হয়েছে, হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশ।
আদেশে বলা হয়েছে, এই এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে স্থানীয় জনগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মারমুখি ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বর্তমানে পক্ষসমূহ আক্রমণাত্মক অবস্থায় রয়েছে।
শনিবার রাতের পর রবিবার দ্বিতীয় দফায় সংঘাতে জড়ায় স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। ১০ থেকে স্থানীয় বাসিন্দা আহতের খবর রয়েছে।
রবিবার দুপুরে দুজন শিক্ষার্থীকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার তথ্য এসেছে; তাদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাজিউর রহমান রাজু।
দফায় দফায় চলা এই সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুপুর ২টা থেকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ করেছেন ইউএনও আব্দুল্লাহ আল মুমিন।