খেলাধুলা ডেস্ক || এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ-২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নিচ্ছে আটটি দল। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে।
ভারত বর্তমান চ্যাম্পিয়ন। ২০২৩ সালে তারা জিতেছিল এশিয়া কাপের ওয়ানডে সংস্করণ। তবে এবারের আসর বসছে টি-টোয়েন্টি ফরম্যাটে। স্বাভাবিকভাবেই নজর থাকবে পুরস্কার অর্থের দিকেও। শোনা যাচ্ছে, এবারের আসরে শিরোপাজয়ী দল পাবে গতবারের তুলনায় আরও বেশি অর্থ পুরস্কার।
শ্রীলঙ্কা শেষবার যখন এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর জিতেছিল, তারা পেয়েছিল প্রায় ২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা)। তবে এবার সেই অঙ্ক বাড়ছে উল্লেখযোগ্যভাবে।
রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ গত আসরের তুলনায় প্রায় দেড়গুণ বেশি পুরস্কার অর্থ অপেক্ষা করছে শিরোপাজয়ীর জন্য।