1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয় যেন আত্মবিশ্বাসের মুকুট এঁকে দিয়েছে বাংলাদেশ দলের মাথায়। সেই উজ্জ্বল আত্মবিশ্বাস নিয়েই আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির রাতের আকাশে লাল–সবুজের পতাকা উড়াতে নামবে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ–বি’র লড়াইয়ে প্রতিপক্ষ হংকং। শক্তিশালী পেস আক্রমণ আর আগ্রাসী ব্যাটিং ইউনিট দিয়ে শুরুটা রঙিন করতেই চায় লিটন–তাসকিনরা।

তবে হংকংকে হেলাফেলা করছে না বাংলাদেশ। কারণ, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ২০১৪ সালের সেই স্মৃতি এখনো টাটকা। চট্টগ্রামের মাটিতে এই হংকংয়ের কাছেই দুই উইকেটে হেরেছিল টাইগাররা। হংকংয়ের বর্তমান দলে রয়েছেন সেই দলেরই দুজন অভিজ্ঞ সেনানি। যদিও পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এরপর থেকে মাত্র ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের ঝুলিতে।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হংকং দেখিয়েছে সীমাবদ্ধতার ছবি। মাঝারি মানের পেসাররা রান দিয়েছেন হাত খরচ করে, তবে স্পিনে খানিকটা লড়াই করেছেন এহসান খান, ইয়াসিম মুর্তাজা ও কিঞ্চিৎ শাহ। কিন্তু আফগান ব্যাটারদের সামনে সেই চেষ্টাও বৃথা যায়, বোর্ডে ওঠে ১৮৮ রান। জবাবে ব্যাট হাতে ভেঙে পড়ে হংকং, মাত্র ৯৪ রানে থেমে যায় ইনিংস। টপ অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে কেবল একজনই পৌঁছেছিলেন দুই অঙ্কে।

আজকের ম্যাচে তাই বাংলাদেশ চাইবে প্রথম দশ ওভারেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, ডেথ ওভারে ভরসা মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে অফস্পিনে থাকবেন মাহেদি হাসান, আর সাপোর্টে তানজিম হাসান সাকিব। তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও হতে পারেন চমক।

বাংলাদেশের ব্যাটিংয়ে এসেছে নতুন দমকা হাওয়া। ছক্কা মারার প্রবণতা বেড়েছে চোখে পড়ার মতো। ওপেনিংয়ে তানজিদ হাসান আর পারভেজ হোসেন ইমন আগ্রাসী সূচনা এনে দিচ্ছেন। ডেথ ওভারে শামীম হোসেন ও জাকের আলীর ব্যাটে ভরসা রাখছে দল।

নজরে থাকবেন যারা
তানজিদ হাসান: তরুণ ওপেনারের ব্যাট থেকে বের হয় স্বাধীনচেতা শট, বিশেষ করে সোজা ব্যাটের ছক্কা। ম্যাচের প্রথম ওভারেই প্রতিপক্ষকে আক্রমণ করার সাহসই তার সবচেয়ে বড় শক্তি।

বাবর হায়াত: আফগানিস্তানের বিপক্ষে একাই দলের হাল ধরেছিলেন হংকংয়ের এই ব্যাটসম্যান। ৩৯ রানের ইনিংসে হাঁকিয়েছিলেন তিনটি ছক্কা। হংকংয়ের ব্যাটিং ভরসা এখনো তার কাঁধেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

হংকংয়ের সম্ভাব্য একাদশ:
জিশান আলী (উইকেটকিপার), অঞ্জি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কলহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুষ শুক্লা, আতীক ইকবাল ও এহসান খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT