আন্তর্জাতিক ডেস্ক || মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় পর্যায়’ শুরুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। খবর আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “বিশ জন জিম্মি ফিরে এসেছে এবং তারা ভালো আছে।”
তিনি আরো বলেন, “একটি বড় পদক্ষেপ সম্পন্ন হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুসারে মৃতদের ফেরত পাঠানো হয়নি! দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে!!!”
গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাস এবং ইসরায়েল জিম্মি-বন্দি বিনিময় করেছে। যার ফলে ইসরায়েলের কুখ্যাত ওফের সামরিক কারাগার এবং নেগেভ মরুভূমির অন্যান্য কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। গাজা থেকে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকেও মুক্তি দেওয়া হয়েছে।
ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে গাজা শান্তি সম্মেলনের আয়োজন করেন। মার্কিন প্রেসিডেন্টের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন জানাতে এই সম্মেলনে প্রায় ৩০ জন রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন।
মার্কিন চুক্তির দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের তথ্য বলছে, ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।