1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লাইসেন্স পাওয়ার দাবিতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

লাইসেন্স পাওয়ার দাবিতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদিত রিক্রুটিং এজেন্সি সমূহের লাইসেন্স প্রদানের দাবিতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম ( বিআর‌এ এফ) ঢাকার একটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, কয়েক বছর পূর্বে লাইসেন্সের জন্য আবেদন করে আমরা লাইসেন্স পাইনি। বিগত সরকার ও প্রশাসন অজানা কারণে আমাদেরকে লাইসেন্সগুলো অনুমোদন না দিয়ে বৈষম্যের মধ্যে ফেলেছে এবং আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ করেছে।

আমরা দীর্ঘদিন পূর্ব হইতে লাইসেন্স পাওয়ার দাবিতে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করে আসছি। মন্ত্রণালয় আমাদের লাইসেন্স সমূহ অনুমোদন না দেওয়ায় আমরা অফিস ভাড়া, স্টাফদের বেতন দিয়ে অনেকেই ৪০/৫০ লক্ষ টাকা খরচ করে পুঁজি হারানোর পথে। এখন আবার মন্ত্রণালয় বলছে ৫০/৬০ লক্ষ টাকা জামানত দিতে হবে, বিসিএসের মতো পরীক্ষা নিচ্ছেন। আমাদের দাবি আবেদন করাকালীন নির্ধারিত জামানত নিয়ে লাইসেন্স দেওয়ার দাবি করছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব, বিএমইটির মহাপরিচালক সহ সকলের নিকট আবেদন মানবিক কারণে রিক্রুটিং লাইসেন্স সমূহের লাইসেন্স প্রদান করতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের নেতৃবৃন্দ, সদস্যগণ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ন্যায়সঙ্গত, আইনগতভাবে অবিলম্বে রিক্রুটিং লাইসেন্স সমূহের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত, জামানত ন্যায্যভাবে নির্ধারিত না হলে ব্যবসায়ীগণ রাজপথে আন্দোলন সহ প্রয়োজনে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT