1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত তিন হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরে শিল্প উপদেষ্টা বরাবর নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ।

রবিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে নাটোর সুগার মিলের ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা।

বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা নিশ্চিতের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ভুলু , নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিযনের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT