1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
খেলাপি ঋণ রাইট অফ করার শর্ত শিথিল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

খেলাপি ঋণ রাইট অফ করার শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || এখন থেকে ৩০ দিন আগে নোটিশ দিয়ে মন্দ মানে শ্রেণিকৃত যে কোনো খেলাপি ঋণ রাইট অফ (অবলোপন) করা যাবে। কেন্দ্রীয় ব্যাংক এমন সুযোগ দিয়ে খেলাপি ঋণ রাইট অফ করার মাধ্যমে ব্যাংকের ব্যালান্সশিট বা স্থিতিপত্র থেকে আলাদা করার শর্ত শিথিল করেছে। আগে মন্দ ও ক্ষতিজনক মানের ঋণ ২ বছরের পুরোনো না হলে রাইট অফ করার সুযোগ ছিল না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে রবিবার (১৯ অক্টোবর) খেলাপি ঋণের রাইট অফ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ হিসাবসমূহকে স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকের স্থিতিপত্রের আকার অনাবশ্যক স্ফীত হয়। এ প্রেক্ষিতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক ওই সব মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ অবলোপন করা হয়। যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি।

আগের নির্দেশনা অনুযায়ী, যে সব ঋণ হিসাব ২ (দুই) বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত রয়েছে সে সব ঋণ হিসাব অবলোপনের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে আগের সার্কুলারের অনুচ্ছেদ সংশোধনের আবশ্যকতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া, ঋণ অবলোপন পরবর্তীতে সংশ্লিষ্ট ঋণগ্রহীতা তার ঋণের সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত যথানিয়মে খেলাপী ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হন বিধায় অবলোপনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঋণগ্রহীতাকে অবহিতকরণের আবশ্যকতা রয়েছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে সার্কুলারে বর্ণিত নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে আগের নির্দেশনায় যেসব বিষয় প্রতিস্থাপন করা হয়েছে- মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এরূপ ঋণ হিসাব অবলোপন করা যাবে। তবে, অধিকতর পুরোনো মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণগুলো অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। এ ক্ষেত্রে কোনো ঋণ হিসাব অবলোপনের ৩০ কার্যদিবস পূর্বে ঋণগ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে ঋণ অবলোপনের বিষয়টি অবহিতকরণ নিশ্চিত করতে হবে।

ব্যাংকের নিজস্ব নীতিমালা মোতাবেক অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে আদায়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নগদ প্রণোদনা প্রদান করা যাবে।

কোনো ব্যাংকের অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে নগদ প্রণোদনা প্রদান সংক্রান্ত নীতিমালা না থাকলে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তা প্রণয়ন করতে হবে।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT