1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মৃত্যুর মুখ থেকে জীবনের জয়গান, সিঁথি সাহার ‘দ্য হিলিং রুম’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

মৃত্যুর মুখ থেকে জীবনের জয়গান, সিঁথি সাহার ‘দ্য হিলিং রুম’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || সংগীতশিল্পী সিঁথি সাহা গান গেয়ে জয় করেছেন অগণিত শ্রোতার হৃদয়। কিন্তু জীবনের এক অধ্যায়ে তিনি হোঁচট খেয়েছিলেন ভয়ানক বাস্তবতায়।

২০২২ সালে হঠাৎ করেই জানতে পারেন—তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। মুহূর্তেই যেন চারপাশ অন্ধকার হয়ে আসে। কিন্তু সিঁথি থেমে যাননি। অদম্য মানসিক শক্তি, পরিবারের ভালোবাসা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর আশীর্বাদ নিয়ে শুরু করেন লড়াই। ঝুঁকি নিয়েই জন্ম দেন সন্তানের, আর নিজের ভেতর খুঁজে পান নতুন জীবনের আলো।

অপারেশন, কেমোথেরাপি, চুল পড়া, অসহনীয় যন্ত্রণা— সব কিছুর মাঝেও তিনি আঁকড়ে ধরেছিলেন একটাই বিশ্বাস: আলো একদিন ফিরে আসবেই।

আজ সেই আলোয় উদ্ভাসিত সিঁথি সম্পূর্ণ সুস্থ। জীবনের এই লড়াই তাকে বদলে দিয়েছে, করেছে আরও দৃঢ়। আর তাই তিনি এবার অন্যদের জন্য হয়ে উঠেছেন আশার দূত।

নতুন এই যাত্রার নাম—‘দ্য হিলিং রুম’। এটি একটি পডকাস্ট, যেখানে সিঁথি শুনবেন সেইসব মানুষের গল্প, যারা তার মতোই জীবনের দুঃসহ অধ্যায় পেরিয়ে আবারও আলোয় ফিরেছেন। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ ক্যান্সারের মতো ভয়াবহ রোগকে পরাজিত করেছেন, কেউ সম্পর্কের ভাঙন থেকে ফিরে পেয়েছেন নতুন জীবন।

এক আবেগঘন ভিডিও বার্তায় সিঁথি বলেন, “আমরা অনেকেই প্রিয়জন হারিয়ে, সম্পর্কের ভাঙনে বা আমার মতো ক্যান্সারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটা হারিয়ে ফেলি। কিন্তু আমি শিখেছি—মানুষ একবার ভাঙলে, আবারও জোড়া লাগে। সেই জোড়া লাগা মানুষটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আমি চাই, সেই জয়ীদের গল্পগুলো সবাই শুনুক।”

পডকাস্ট ঘোষণার পর থেকেই শত শত মানুষ সিঁথির সঙ্গে যোগাযোগ করছেন। কেউ জানাচ্ছেন প্রিয়জন হারানোর পরও বেঁচে থাকার গল্প, কেউ বলছেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তাদের প্রতিটি কথাই যেন সিঁথির জন্য নতুন প্রেরণা। ‘দ্য হিলিং রুম’ শিগগিরই প্রকাশ পাবে ভাইব নিউজের ইউটিউব চ্যানেলে।

এই আয়োজন প্রসঙ্গে সিঁথি বলেন, “আমার কাছে প্রতিটি সকাল মানে নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। দুই মাস আগে আমরা এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলাম একটাই বিশ্বাস নিয়ে—আপনার গল্পই হতে পারে অন্য কারও বাঁচার কারণ। মানুষ ভাঙে, কিন্তু ভাঙা মানুষই আবার সবচেয়ে উঁচুতে দাঁড়ায়। সেই মানুষদের গল্প নিয়েই আমরা আসছি—জীবনের জয়গাথা শোনাতে, সাহস জোগাতে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT