1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রোনালদোর ৯৫০তম গোল, আল-নাসরের দাপুটে জয় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

রোনালদোর ৯৫০তম গোল, আল-নাসরের দাপুটে জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের সেরাদের একজন। শনিবার (২৫ অক্টোবর) সৌদি আরবের বুরায়দার উষ্ণ সন্ধ্যায় ৪০ বছর বয়সেও ছাপ ফেললেন নতুন এক মাইলফলকে। নিজের ক্যারিয়ারের ৯৫০তম গোল পূর্ণ করলেন আল-নাসরের জার্সিতে। তার এ ঐতিহাসিক গোলেই আল-নাসর ২-০ ব্যবধানে হারিয়েছে আল হাজেমকে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আল-নাসরের হাতে। বল দখল, পাসিং, ও আক্রমণের গতি; সব দিকেই তারা ছিল এগিয়ে। ২৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আয়মান ইয়াহিয়ার নিখুঁত ক্রস, দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও ফেলিক্স হেড করে জালে পাঠান । এটা ছিল ফেলিক্সের চলতি মৌসুমে নবম গোল। যা তার ধারাবাহিকতা ও আক্রমণভাগে প্রভাবের প্রমাণ।

অন্যদিকে, টেবিলের ১৪ নম্বরে থাকা আল হাজেম বেশ পিছিয়ে ছিল গতি ও নিখুঁত পাসে। তাদের ভরসা বলতে একমাত্র গোলরক্ষক ব্রুনো ভারেলা। যিনি প্রথমার্ধে একাধিক চমৎকার সেভ করে দলকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধে আল হাজেম কিছুটা আক্রমণাত্মক হলেও ম্যাচের লাগাম কখনোই ছাড়েনি আল-নাসর। আর ঠিক ৮৮তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। রোনালদোর ৯৫০তম গোল।

সাদিও মানে দুর্দান্ত এক টার্ন নিয়ে এগিয়ে যান। তারপর ওয়েসলির কাছে বল বাড়িয়ে দেন। ওয়েসলি সেটি ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে পাস করলে তিনি শট নেন। শটটা ততটা শক্তিশালী না হলেও ভাগ্য ছিল তার পক্ষে। বলটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে জালে জড়িয়ে পড়ে।

স্টেডিয়ামজুড়ে তখন নীরবতা ভাঙে একসাথে হাজারো দর্শকের উল্লাসে। হাসিমুখে হাত উঁচিয়ে রোনালদো অভিবাদন নিলেন দর্শকদের। চারদিক থেকে ছুটে এলেন সতীর্থরা। এটা ছিল চলতি লিগে তার ষষ্ঠ গোল। আর ক্যারিয়ারের ৯৫০তম। যা এক অনন্য কীর্তি এবং ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।

এই গোলের মাধ্যমে রোনালদো আরও কাছে গেলেন এক অসম্ভবের কাছাকাছি সংখ্যার; ১,০০০ গোলের স্বপ্নসীমা। আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতিমধ্যে ক্লাবের হয়ে শতাধিক গোল করেছেন। তার রেকর্ডে যুক্ত আছে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও পর্তুগালের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

এই জয়ের মাধ্যমে আল-নাসর টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT