1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে
রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক || জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নির্বাচনের আগেই একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা রোধে সিম ব্যবহারে সীমা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, একজন ব্যক্তি যেন সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের নামে রাখতে পারেন। নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করা যেত। পূর্বে এই সীমা ১৫টি ছিল, যা ২০১৭ সালে নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT