নিজস্ব প্রতিবেদক || নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি কর হয়েছে। দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, আলা আমিন, মো. আজিজুল্লাহ, মো. সেলিম, মো. জালাল মোল্লা, নাজমুল হুদা ও সিকিউরিটি গার্ড নূর মোহাম্মদ। কারখানার নিচতলার বয়লার রুমে তারা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধ ছয় জনকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থায় আশঙ্কাজনক।”