1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মানিকগঞ্জে সবজির দাম কমেছে কেজিতে ২০ টাকা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

মানিকগঞ্জে সবজির দাম কমেছে কেজিতে ২০ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে
মানিকগঞ্জের বাজারে বেড়েছে সবজি সরবরাহ

মানিকগঞ্জ প্রতিনিধি || মানিকগঞ্জের কাঁচা বাজারগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড কাঁচা বাজার, বেউথা ও দুধ বাজারের সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করলা প্রতিকেজি ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজিতে ২০ টাকা কমে ৬০ টাকা, পটল ১০০ থেকে কমে প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্চে।

দাম কমেছে শশার। বাজারে দেশি শশা ১০০ থেকে কমে ৮০ টাকা এবং হাইব্রিড শশা ৭০ থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ এখন প্রতিপিস ৬০ টাকায় এবং ফুলকপি ৫০ টাকা কমে কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকাতে।

বেউথা বাজারের সবজি বিক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, “মাঠে এখন প্রচুর পরিমাণে আগাম জাতের সবজি উঠছে। সরবরাহ বাড়লে দাম আরো কিছুটা কমবে।”

সবজি ক্রেতা হাসিনা বেগম বলেন, “গত সপ্তাহে সবজি কিনতে হাঁসফাঁস করতে হচ্ছিল। এখন দাম কমায় একটু স্বস্তি পেয়েছি। এই ধারা অব্যাহত থাকলে শীতের শুরুতে সবজির দাম আরো কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।”

বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, “কৃষকদের ফলন ভালো হওয়ায় সবজি বাজারে আসতে শুরু করেছে। দাম কমাতে বিক্রিও বেড়েছে বেশ। বিক্রি বাড়লে মুনাফাও বাড়ে।”

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাজাহান সিরাজ বলেন, “এ বছর অনুকূল আবহাওয়া ও বৃষ্টি কম হওয়ায় সবজির চাষ ভালো হয়েছে। উৎপাদন বেড়ে বাজারে সরবরাহও বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মানিকগঞ্জে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের থেকে এক হাজার হেক্টর বেশি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT