আন্তর্জাতিক ডেস্ক || পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) ভারতীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে ইন্ডিগোর একটি ফ্লাইট।
সোমবার (২৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় তা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার লক্ষণ হিসাবে দেখা হচ্ছে।
ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, “ভারত ও চীনের মধ্যে সম্পর্কের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পাঁচ বছরের স্থগিত থাকার পর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় উন্নতি এই ফ্লাইট। আমরা দীর্ঘদিন ধরে এটা প্রত্যাশা করেছিলাম এবং এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের প্রথম ফলাফল এই বিমান চলাচলের সূচনা।
২০২০ সালে প্রথমে কোভিডের সময় বন্ধ হয়েছিল ভারত-চিন ফ্লাইট। এরপর গালওয়ান উপত্যকায় সামরিক সংঘর্ষের পরে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল দুই দেশের মধ্যে। গত আগস্ট মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফ্লাইট চালুর ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার কলকাতা থেকে সরাসরি চীনে ফ্লাইট চালু হলেও নয়াদিল্লি থেকে চালু হবে আগামী ৯ নভেম্বর। ওই ফ্লাইটটি চলবে নয়াদিল্লি এবং সাংহাইয়ের মধ্যে। ভারত ও হংকংয়ের মধ্যে এরই মধ্যে নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী দেশ এখনো কৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে শীতল প্রতিযোগিতাও চলছে। তবে চীন-ভারত সম্পর্কের বরফ সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে গলতে শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।