1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তিন পাহাড়ি যুবক হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

তিন পাহাড়ি যুবক হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি || ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক নিহতের অভিযোগ তুলে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের বনরূপা আলিফ মার্কেটের সামনে পিসিসিপির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পিসিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জাতীয় লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার, রাঙামাটি জেলার সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, পিসিসিপির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পিসিসিপি সরকারি কলেজ শাখার নেতা নয়ন বড়ুয়া প্রমুখ।

তারা বলেন, গত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমারা এলাকার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি ছিল বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

গুইমারার রামসু বাজারে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা হত্যায় ইউপিডিএফ জড়িত দাবি করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পিসিসিপির নেতারা। তা না হলে পিসিসিপি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT