আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তীব্র হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
মার্কিন মধ্যস্থতায় হামাস যে যুদ্ধবিরতি চুক্তি করেছে গোষ্ঠীটি তা লঙ্ঘন করেছে অভিযোগ তুলে নেতানিয়াহু এই হামলার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।”
চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হামাসকে দ্রুত নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দিতে হবে। ইসরায়েলের অভিযোগ, হামাস নিহত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তরে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। এছাড়া যেসব ইসরায়েলির দেহাবশেষের অবস্থান তেল আবিব কর্তৃপক্ষ জানে তাদের দেহ হামাস হস্তান্তর করছে।
তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ইসরায়েল মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। তারা গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিয়েছে এবং রেড ক্রসের কর্মীদেরসহ অনুসন্ধান দলগুলোকে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ করতে বাধা দিয়েছে।