1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দিনের শুরুতেই আউট জয়-মুমিনুল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

দিনের শুরুতেই আউট জয়-মুমিনুল

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক ||  স্কোর: বাংলাদেশ ৩৮৬/৩, আয়ারল‌্যান্ড ২৮৬/১০,
                                          লিড: ১০০ রান

প্রথমে জয়। এরপর মুমিনুল। পেসার অ‌্যান্ডি ম‌্যাকব্রাইনের পরপর দুই ওভারে আগের দিনের দুই অপরাজিত ব‌্যাটসম‌্যান ফিরলেন সাজঘরে। নতুন বলে দিনের শুরুতে দারুণ সময় কাটাচ্ছেন এই পেসার।

বড় কিছুর আশা দেখালেও হতাশ করে ফিরলেন দুজনই। জয় ১৭১ রানে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। ৮০ রানে দিন শুরু করে মুমিনুল যোগ করতে পারেন ২ রান। ৮২ রানে ‌ক‌্যাচ দেন স্লিপ কর্ডনে। দুটি উইকেটই নেন ম‌্যাকব্রাইন।

উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের লিড ৬৬ রান।

দ্বিতীয় ওভারে জয়কে হারাল বাংলাদেশ
বড় কিছুর আশা দেখাচ্ছিলেন মাহমুদুল হাসান জয়। আগের দিন যেই ছন্দে ব‌্যাটিং করছিলেন মনে হচ্ছিল ২২ গজে রাজত্ব করবেন। দেড়শ রানের ইনিংসটিকে নিয়ে যাবেন আরো বড় কিছুতে। কিন্তু তৃতীয় দিনের সকালে সেই ছন্দ হারালেন তিনি। দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফিরলেন সাজঘরে।

পেসার অ‌্যান্ডি ম‌্যাকব্রাইনের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। খানিকটা ওয়াবল সিম ডেলিভারিতে পরাস্ত জয়। ১৬৯ রানের সঙ্গে ২ রান যোগ করে আউট হন তিনি। বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।

উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড ৬০ রান।

রান পাহাড়ের পথে বাংলাদেশ
সিলেটে প্রথম দুদিন রাজত্ব করেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিন বড় কিছুর অপেক্ষায় স্বাগতিকরা। ২৮৬ রানে আয়ারল‌্যান্ডকে আটকে দেওয়ার পর প্রথম ইনিংসে ১ উইকেটে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। লিড ৫২ রানের।

টপ অর্ডারের তিন ব‌্যাটসম‌্যানই পেয়েছেন রান। মাহমুদুল হাসান জয় ক‌্যারিয়ার সেরা ১৬৯ রান নিয়ে বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। মুমিনুল হক অপেক্ষায় আছেন সেঞ্চুরির। তার ব‌্যাট থেকে এসেছে ৮০ রান। ১৩ সেঞ্চুরি নিয়ে সেঞ্চুরির সংখ‌্যায় সবার উপরে রয়েছেন তিনি। আজ তিন অঙ্ক ছুঁতে পারলে আরো একধাপ এগিয়ে যাবেন।

গতকাল ৮০ রানে থেমে যান সাদমান ইসলাম। তার ব‌্যাট থেকে সেঞ্চুরি এলে ইনিংসটি পূর্ণতা পেত।

আয়ারল‌্যান্ডের গড়পড়তা বোলিংয়ের সামনে বাংলাদেশের ব‌্যাটসম‌্যানরা ছিলেন একেবারেই সাচ্ছন্দ‌্যে। ঢিলেঢালা বোলিংয়ের বিপক্ষে অনায়েসে রান তোলেন ব‌্যাটসম‌্যানরা। ছিল চার-ছক্কার ফুলঝুরি।

মুমিনুল ও জয় ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনের খেলা শুরু করছেন। কতদূর যায় তাদের ব‌্যাট সেটাই দেখার।

উইকেট আজ থেকে ভাঙতে শুরু করতে পারে। গতকাল স্পিনারদের বল একটু একটু করে বাড়তি টার্ণ পাওয়া শুরু করেছে। প্রথম ইনিংসে তিনশ বা তার বেশি লিড পেলে ইনিংস ব‌্যবধানে ম‌্যাচ জয়ের স্বপ্ন দেখতেই পারে স্বাগতিকরা। সেজন‌্য ব‌্যাটসম‌্যানদের আরেকটি দিন ভালো কাটাতে হবে। আইরিশদের মামুলি বোলিংয়ের সামনে যা অনেকটাই সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT