আন্তর্জাতিক ডেস্ক || বিশ্বের জনসংখ্যার এক-চতুর্থাংশ জীবাশ্ম জ্বালানি প্রকল্পের পাঁচ কিলোমিটারের মধ্যে বাস করে। এটি সম্ভাব্যভাবে ২০০ কোটিও বেশি মানুষের স্বাস্থ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ১৮ হাজার ৩০০ টিরও বেশি তেল, গ্যাস এবং কয়লা প্রকল্প এলাকা বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে রয়েছে। এগুলো পৃথিবীর পৃষ্ঠের একটি বিশাল এলাকা দখল করে আছে।
খনন কূপ, প্রক্রিয়াকরণ কেন্দ্র, পাইপলাইন এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি সুবিধার সান্নিধ্য ক্যান্সার, শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, অকাল জন্ম এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায়। একইসঙ্গে পানি সরবরাহ এবং বায়ুর মানের জন্য গুরুতর হুমকি তৈরি করে ও জমির অবনতি ঘটায়।
বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ, যার মধ্যে ১২ কোটি ৪০ লাখ শিশু রয়েছে, এখন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোর এক ১ কিলোমিটারের মধ্যে বাস করে। অন্যদিকে আরো তিন হাজার ৫০০ বা তারও বেশি নতুন প্রকল্প প্রস্তাবিত বা উন্নয়নাধীন রয়েছে। এর ফলে এক কোটি ৩৫ লাখেরও বেশি মানুষকে ধোঁয়া, অগ্নিশিখা এবং দূষণের মধ্যে থাকতে বাধ্য হবে।
বেশিরভাগ সক্রিয় প্রকল্প দূষণের হটস্পট তৈরি করেছে, যা কাছাকাছি সম্প্রদায় এবং গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রকে তথাকথিত বলিদান অঞ্চলে পরিণত করেছে। অত্যন্ত দূষিত এলাকাগুলোতে নিম্ন আয়ের ও প্রান্তিক গোষ্ঠীগুলো দূষণ ও বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার অসামঞ্জস্যপূর্ণ বোঝা বহন করছে।
প্রতিবেদনে উত্তোলন, প্রক্রিয়াকরণ এবং পরিবহন থেকে বিধ্বংসী স্বাস্থ্যগত ক্ষতির বিবরণ দেওয়া হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে যে কীভাবে লিকেজ, অগ্নিকাণ্ড এবং নির্মাণ অপূরণীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংস করে এবং মানবাধিকারকে ক্ষতিগ্রস্ত করে – বিশেষ করে তেল, গ্যাস এবং কয়লা অবকাঠামোর কাছাকাছি বসবাসকারীদের।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, “জীবাশ্ম জ্বালানি শিল্প এবং এর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকরা কয়েক দশক ধরে যুক্তি দিয়ে আসছে যে মানব উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানি প্রয়োজন। কিন্তু আমরা জানি, অর্থনৈতিক প্রবৃদ্ধির আড়ালে, তারা লাল রেখা ছাড়াই লোভ ও মুনাফা পরিবেশন করেছে, প্রায় সম্পূর্ণ দায়মুক্তির সাথে অধিকার লঙ্ঘন করেছে এবং বায়ুমণ্ডল, জীবমণ্ডল ও মহাসাগর ধ্বংস করেছে।”