1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সবজির দাম বেড়েছে, কমেছে মাছের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সবজির দাম বেড়েছে, কমেছে মাছের

তানভীর আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে
ছবিঃ তানভীর আহমেদ

তানভীর আহমেদ || শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও বেড়েছে দাম। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম পাঁচ থেকে দশ টাকা বেড়েছে। এদিকে মাছের দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতকালীন সবজি বাজারে সরবরাহ ভালো থাকার পরও কিছু কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে ৮০ টাকায়, সেই বেগুন এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। এই হিসেবে বেগুনের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে সিম বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এছাড়া বাজারে প্রতি কেজি দেশি শশা ৯০ টাকা, করলা ১০০ টাকা, গাজর (দেশি) ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, সিম ১০০ টাকা, কাঁচমরিচ ১৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং জলপাই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কমেছে মাছ-মুরগির দাম
মাছ ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েক মাস মাছের দাম বাড়তি থাকার পর এ সপ্তাহে মাছের দাম কমতে শুরু করেছে। বাজারে চাষের মাছের সরবরাহ বাড়ার কারণে মাছের দাম কমেছে। বিক্রেতাদের দাবি, সামনে আরো মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে বাজারে মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০টাকায়। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২২০ থেকে ২৫০, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, বড় সাইজের পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা ও ইলিশ ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ১২০০টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মুরগির দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০টাকায়। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।

গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয় ১২৫ থেকে ১৩০ টাকায়। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ সপ্তাহেও মুদি পণ্য উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। এ সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। রসুন (দেশি) ১০০ টাকা ও আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ছবিঃ তানভীর আহমেদ

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা তাবাসসুম মীম দৈনিক প্রথম ডাককে বলেন, “শীতকালে সবজি ভরপুর থাকলেও দাম খুব একটা কমছে না। ডিমের দামও কিছুটা কমেছে, আজকের ডিম নিলাম ১২০ টাকা ডজন, গত সপ্তাহে ১৩০ টাকা রেখেছিল।”

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা নিশাত সিকদার দৈনিক প্রথম ডাককে বলেন, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম সামান্য বেড়েছে। তবে অধিকাংশ সবজির দাম আগের মত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT