1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে
রাফায়েল আহসান ও মাইমুনা মম

বিনোদন প্রতিবেদক || রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাইমুনা মম। নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।

শুক্রবার (২১ নভেম্বর) মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে। ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।

রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, “মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।”

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, “রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।”

এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT