খুলনা প্রতিনিধি || বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্তি। একভাগ ৭২-এর বাকশালপন্থি, আরেকভাগ ২০২৪ সালের বিপ্লবপন্থি শক্তি।’’
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘‘রক্তের সাগর পেরিয়ে ২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে যেই ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে আসবে না। জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকরে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে। সব একসঙ্গে তালগোল পাকিয়ে এই মাহাত্ম্যকে নষ্ট করবেন না। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক।’’
খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশ মঞ্চে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
এর আগে, দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।