1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক || ফের বিয়ে করলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বর অন্য কেউ নেন, পরিচালক প্রেমিক রাজ নিদিমোরু। হিন্দুস্তান টাইমস, বলিউড লাইফ, দ্য স্টেটম্যান, ইন্ডিয়া ডটকম এ খবর প্রকাশ করেছে।

সামান্থার বিয়ের খবর নিশ্চিত করে হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র বলেন, “সোমবার (১ ডিসেম্বর) সকালে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাজ। ইশা যোগা সেন্টারের ভেতরে লিং ভৈরবী মন্দিরে আজ ভোরবেলায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।”

বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, “আমরা আরো জানতে পেরেছি যে, অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে লাল রঙের শাড়ি পরেছিলেন সামান্থা।”

দীর্ঘ দিন ধরে এভাবেই একসঙ্গে দেশ-বিদেশে ঘুরেবেড়ান সামান্থা-রাজ

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে গুঞ্জন চাউর হয়, সামান্থা-রাজ জুটি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাজের সাবেক স্ত্রী শ্যামালী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উক্তি পোস্ট করেন। তাতে তিনি লিখেন, “হতাশ মানুষ হতাশাজনক কাজই করে।” তার এই পোস্ট রাজ-সামান্থার বিয়ের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়।

নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। তবে দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।

দীর্ঘ দিন ধরে এভাবেই একসঙ্গে দেশ-বিদেশে ঘুরেবেড়ান সামান্থা-রাজ

এর আগে টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের সূচনা।

২০১৫ সালে শ্যামলী ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। ফলে খবর ছড়ায়, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে রাজ-শ্যামলীর ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজ-শ্যামলীর।”

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

চলতি বছরের শুরুতে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছিল, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু চলতি বছরের শেষের দিকে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন। অবশেষে এই ধারনাই যেন বাস্তবে রূপ নিলো। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই জুটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT