মুন্সীগঞ্জ প্রতিনিধি || বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে অসুস্থ, এর জন্য দায়ী শেখ হাসিনা। আমরা সবার কাছে দোয়া চাই, নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন সঠিক ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’’
সোমবার (১ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।