1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা? পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে দমাতে অস্ট্রেলিয়ার নতুন ফাঁদ বিয়ে করলেন জাদুকর-কন্যা মৌবনী সালাহকে বেঞ্চে বসিয়ে স্লট বললেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য’ ট্রাম্পের ‘অবৈধ হুমকি’ মোকাবিলায় ওপেকের সহায়তা চান মাদুরো ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ পেলেন ২৫০০ কৃষক শাহমখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে মা-মেয়ে মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার সময় নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ে স্পিডবোটটি উল্টে গেলে তারা মারা যান। নিহতরা হলেন- সেন্টমার্টিনের পূর্বপাড়ার মরিয়াম খাতুন (৩৫) ও তার ৫ বছরের মেয়ে মাহিমা আক্তার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ছাড়ার পর যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। আরেকটি স্পিডবোট দ্রুত গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। মা-মেয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, “বোন আর ভাগ্নিকে নিয়ে স্পিডবোটে শাহপরীর দ্বীপে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। আমার বোন ও ভাগ্নি মারা গেছেন। আজই বোনের ঢাকা যাওয়ার কথা ছিল।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, “হাসপাতালে আনার আগেই মা–মেয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT