1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা

বিনোদন ডেস্ক || ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন এই যুগল। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। তারপর বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন বিজয়-রাশমিকা।

এক-দেড় মাস আগে এক সংবাদ সম্মেলনে বাগদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুচকি হেসে রাশমিকা বলেন, “ব্যাপারটি সবাই জানে।” গত মাসের শুরুর দিকে জানা যায়, বাগদানকে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এই হবু দম্পতি।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়। বিয়ের দিন-তারিখ নিয়ে ইন্টারনেটে ঝড় বইছে। তবে বরাবরের মতো রাশমিকা বা বিজয়—কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে অন্তর্জাল চর্চা চলছে। এরই মাঝে দ্য হলিউড রিপোর্টার-কে সাক্ষাৎকার দিয়েছেন রাশমিকা। এ আলাপচারিতায় নতুন বছরে বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রাশমকিা মান্দানা বলেন, “আমি বিয়ের বিষয়টি নিশ্চিতও করব না আবার উড়িয়ে দেব না। আমি শুধু বলতে চাই, যখন বলার সময় হবে তখনই বলব।”

রাশমিকার এই রহস্যজনক মন্তব্য নতুন করে তার বিয়ের আগুনে ঘি ঢেলেছে। সোশ্যাল মিডিয়ায় চর্চায় মেতেছেন নেটিজেনরা। বিজয়-রাশমিকার ভক্ত-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন।

এর আগে রাশমিকা-বিজয়ের ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানান, গত ৩ অক্টোবর, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধরা উপস্থিত ছিলেন।

রাশমিকা তার সোশ্যাল মিডিয়ায় নিজের পোষা কুকুর অরাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তার হাতে ঝলমলে হীরার আংটি দেখা যায়, যা অনেকেই বিজয়ের দেওয়া বাগদানের আংটি বলে মনে করেন। একই সময়ে বিজয়কেও অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাই বাবার মহাসমাধি দর্শনে পরিবারের সঙ্গে দেখা যায়, তার হাতেও একটি আংটি ছিল। মূলত, তারপরই এ জুটির বাগদানের গুঞ্জনের সূচনা।

২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রাশমিকা মান্দানা। বাগদানের পরও ভেঙে যায় রাশমিকার এই বিয়ে। কিন্তু এই বিয়ে কেন ভেঙেছিল, তা নিয়ে নানা কথা রয়েছে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি—বিজয়ের কারণে ভেঙে গিয়েছিল রাশমিকার এই বিয়ে।

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। রাহুল রবীন্দ্রন পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীক্ষিত শেঠি, রোহিনী, অনু ইমানুয়েল। গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT