1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আবারো সেঞ্চুরির ফুল ফোটালেন বিরাট - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

আবারো সেঞ্চুরির ফুল ফোটালেন বিরাট

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || মার্কো জানসেনের বল লং পাঠিয়ে দৌড় বিরাট কোহলির। রায়পুর মাঠ। এই উন্মদনা কখনো আগে দেখিনি তারা। এই কিংবদন্তিতে কখনো দাপিয়ে বেড়াতে দেখানে তারা। বিরাট আশা পূরণ করলেন তাদের। তাও যেনতেন ভাবে নয়। সেঞ্চুরির ফুল ফুটিয়ে।

বল ফেরত আসার আগে বিরাট ‍তুলে নেন ১ রান। পূরণ করে ফেলেন তার সেঞ্চুরির রান। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি নাম্বার ফিফটি থ্রি। পাঠক ভুল পড়ছেন না, ওয়ানডে ক্রিকেটে বিরাট পেয়েছেন ৫৩তম সেঞ্চুরি। আগের ম‌্যাচে রাঁচিতে সেঞ্চুরি। মাহেন্দ্র সিং ধোনির শহরে। এবার রায়পুরে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা একেবারেই ছন্নছড়া।

৫ উইকেটে ভারতের রান ৩৫৮। কোহলির ৫৩তম সেঞ্চুরির মঞ্চে রিতুরাজ গাইগোয়াড পেয়েছন ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। বিরাট ৯৩ বলে ১০২ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়।

দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবেই বিরাটের প্রিয় পতিপক্ষ। নয়তো টানা তিন সেঞ্চুরি তাদের বিপক্ষে কিভাবে করেন? ২০২৩ বিশ্বকাপে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রান করেছিলেন বিরাট। দুই বছর পর রাঁচিতে তার রান ১৩৫। আজ করলেন ১০২ রান।

জোড়া সেঞ্চুরির আগের রেকর্ড বিরাট কোহলিরই ছিল। এর আগে ওয়ানডেতে তার জোড়া সেঞ্চুরির সংখ‌্যা ছিল ১০টি। আজ এগারতমবার জোড়া সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখলেন। তার পরে জোড়া সেঞ্চুরির রেকর্ডে দুই আছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তির জোড়া সেঞ্চুরি ছয়টি। রায়পুরে বিরাট প্রথম সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি ভেন্যুতে সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন তিনি। টেন্ডুলকার তার ওয়নাডের ৪৯ সেঞ্চুরি পেয়েছেন ৩৪ ভেন্যুতে। বিরাট ৫৩তম সেঞ্চুরি পেলেন ৩৪ ভেন্যুতেই।

এছাড়া নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সাত বা তার বেশি সেঞ্চুরির রেকর্ডে বিরাট সবার চেয়ে এগিয়ে। তার ১০টি সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে। ৯টি ওয়েস্ট ইন্ডিজ, ৮টি অস্ট্রেলিয়া ও ৭টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শচীন মাত্র দুইটি দেশের বিপক্ষে সাত তা ততোধিক সেঞ্চুরি পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরি ৯টি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT