1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিশ্বকাপের ড্র চূড়ান্ত, কে কোন গ্রুপে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, কে কোন গ্রুপে

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে গতকাল বসছিল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা বিশ্বকাপের ড্র।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ। অপেক্ষায় আছে ৬ দল। এখন পর্যন্ত প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে।

আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে ও দুটি কানাডায় অবস্থিত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।
কেমন হলো বিশ্বকাপের চূড়ান্ত ড্র, কে কোন গ্রুপে পড়ল এক নজরে দেখে নেওয়া যাক,

গ্রুপ ‘এ’– মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, উয়েফা প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া

গ্রুপ ‘বি’– কানাডা, সুইজারল্যান্ড, কাতার, উয়েফা প্লে-অফ ‘এ’: ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড

গ্রুপ ‘সি’– ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ‘ডি’– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, উয়েফা প্লে-অফ ‘সি’: তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া

গ্রুপ ‘ই’– জার্মানি, ইকুয়েডর, আইভরিকোস্ট, কুরাসাও

গ্রুপ ‘এফ’– নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, উয়েফা প্লে-অফ ‘বি’: ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন

গ্রুপ ‘জি’– বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’– স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ ‘আই’– ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম

গ্রুপ ‘জে’– আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ ‘কে’– পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া

গ্রুপ ‘এল’– ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন, অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে।

এদিকে ড্র অনুষ্ঠানে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। প্রথমবারের মতো চালু হয়েছে এই পুরস্কার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT