1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জয়সয়ালের সেঞ্চুরি,‘রো-কো’র ফিফটিতে সিরিজ ভারতের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

জয়সয়ালের সেঞ্চুরি,‘রো-কো’র ফিফটিতে সিরিজ ভারতের

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বিশাখাপত্তনমে তখন সেঞ্চুরির অপেক্ষায় ইয়াসভি জয়সয়াল। কিন্তু সব আলো কেড়ে নিলেন বিরাট কোহলি! নো লুক শটে সিক্স মেরে রান তাড়ার ম্যাচটার এপিটাফ লিখে দেন বিরাট।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭১ রান তাড়া করতে নেমে ম্যাচটা বাগিয়ে এনেছে ভারত। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও জয়সয়াল তুলে নেন ১৫৫ রান। রোহিত ফিফটি রানের ইনিংসটি রূপ দিতে না পেরে ফিরে যান ৭৫ রানে। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা বিরাট যখন ক্রিজে আসেন তখন জয় থেকে ১১৬ রান দূরে ভারত।

তিন নম্বর সেঞ্চুরির সুযোগ নেই। কিন্তু দারুণ ব্যাটিংয়ের সুযোগ তো আছে। সেই সুযোগটি লুফে নিয়ে ইনিংসের ৩৫তম ওভারে পেসার কোরবিন বোসচকে মিড উইকেট ও লং অনের মাঝ দিয়ে হাঁকান নো লুক সিং। বল তার জোনে এসেছিল। খানিকটা এগিয়ে এসে জায়গা বানিয়ে বিরাট তুলে মারেন বোলারকে। ধারাভাষ্যকার স্রেফ বললেন, ‘‘ওয়ান্ডারফুর, আউট অব দ্যা গ্রাউন্ড। নো লুক শট ফর বিরাট কোহলি।’’

এক ওভার পর জয়সয়াল তুলে নেন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ২৩ বছর বয়সেই ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরির কীর্তি করলেন জয়সয়াল। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এমন কিছু করলেন বাঁহাতি ব্যাটসম্যান। ভারতের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৬ রান করেন এই ব্যাটসম্যান।

রোহিত (রো), কোহলি (কো)…দুজনই পেয়েছেন ফিফটির স্বাদ। ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করেন বিরাট। রোহিত ৭৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৭৫ রান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দ্যুতি ছড়ানো পারফরম্যান্সে ভারত ৬১ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে ৯ উইকেট হাতে রেখে। তাতে তাদের সিরিজ নিশ্চিত হয় ২-১ ব্যবধানে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে কুইন্টন ডি ককের ১০৬ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা লড়াকু সংগ্রহ পায়। ৮৯ বলে ১০৬ রান করেন কক। ৮ চার ও ৬ ছক্কায় সাজান তার ২২তম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া কেউ পঞ্চাশের ঘর ছুঁতে পারেনি।

টেম্বা বাভুমা দ্বিতীয় সর্বোচ্চ ৪৮, ডেয়াল্ড ব্রেভিস ২৯, ব্রিটজি ২৪ ও মহারাজ ২০ রান করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্করাম করেন ১ রান।

বোলিংয়ে ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষঙ্ঞা ও কুলদীপ যাদব ৪টি করে উইকেট নেন।

২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

ম্যাচ সেরা হয়েছেন জয়সায়াল। ৩০২ রান করে সিরিজ সেরা বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে এটি বিরাটের সর্বোচ্চ রান। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৩ রান করেছিলেন তিনি।

দুই দল এখন টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর কোটাকে হবে প্রথম ম্যাচ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT