1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধনে ব্যয় হবে ১৯৯ কোটি টাকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধনে ব্যয় হবে ১৯৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের জন্য ১৯৯ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্প শুরু হচ্ছে। মসজিদের উন্নয়নের ইতিহাসে যা সবচেয়ে বড় উদ্যোগ।

রবিবার (৭ ডিসেম্বর) বায়তুল মোকাররমের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বিষয়ে ব্রিফিং করেন তিনি।

তিনি বলেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বহিরঙ্গন আচ্ছাদন, অফিস ভবন ও মিনার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। আমরা দ্রুত সময়ে প্রকল্পটি কার্যকর করতে চাই।”

উপদেষ্টা আরো বলেন, “সরকার ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের জন্য সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সবার সহযোগিতা এবং সচেতন অংশগ্রহণ অপরিহার্য। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ দায়িত্বে নোংরা না ফেলা, ডাস্টবিন ব্যবহার করা, টয়লেট ব্যবহারে যত্নশীল থাকা এসব বিষয়ে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।”

এই প্রকল্পের মাধ্যমে বায়তুল মোকাররম কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে নয়, বরং আধুনিক ও সুন্দরায়িত স্থাপত্যের নিদর্শন হিসেবে আরও পরিচিতি পাবে জানিয়ে তিনি বলেন, “প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর মসজিদটি দেশের দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT