1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাদারীপুরের ২ যুবক নিখোঁজ, পরিবারে মাতম - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাদারীপুরের ২ যুবক নিখোঁজ, পরিবারে মাতম

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে
ছমির শেখ ও নিশাত মাতুব্বর

মাদারীপুর প্রতিনিধি || লিবিয়া থেকে স্বপ্নের ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে মাদারীপুরের রাজৈর ও শিবচরের দুই যুবক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দালালচক্রের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নৌকাডুবির খবর। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুই যুবকের পরিবারে চলছে মাতম। এক মাস ধরে এই তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

স্থানীয় সূত্র জানায়, রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির ছামির শেখ (২০) নিখোঁজদের একজন। গত ১৫ নভেম্বর লিবিয়া উপকূলে ঘটে যাওয়া নৌকাডুবির পর থেকে তার কোনো সন্ধান নেই। একই গ্রুপে থাকা লিবিয়া থেকে ফিরে আসা জামাল সর্দার জানান, সাগর পাড়ি দেওয়ার সময় ছামির নিখোঁজ হন।

পরিবার জানায়, গোপালগঞ্জের ছাগলছিড়া এলাকার দালাল ইলিয়াসের মাধ্যমে ছমিরকে ১৯ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়। ১৬ লাখ টাকা অগ্রিম দেওয়ার পর ছামিরকে লিবিয়া পাঠানো হয়।

নিখোঁজ ছমিরের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শেষবার কথা হলে ও বলেছিল, মা ৩০ ঘণ্টা যোগাযোগ করতে পারব না। দোয়া করবেন।” এরপর থেকে ফোন বন্ধ। তিনি বলেন, “আমার ছেলেকে ফেরত এনে দেন, না হয় ওর কাছে পৌঁছে দেন। আমার ছেলের কোনো খোঁজ নাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের নিশাত মাতুব্বর নিখোঁজ হন অপর এক নৌকাডুবিতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল কুদ্দুস তার পরিবারকে জানান, ইতালি যাওয়ার পথে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে গেছে, বেশির ভাগই নিখোঁজ।

শনিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে নিশাতের বাড়িতে দেখা যায়, পরিবাররে সদস্যরা আহাজারি করছেন। ৬ মাসের সন্তানকে কোলে নিয়ে নির্বাক নিশাতের স্ত্রী মেহেনাজ। মা সাবিনা বেগম বারবার মুর্ছা যাচ্ছিলেন।

নিশাতের স্ত্রী মেহেনাজ জানান, স্থানীয় দালল কুদ্দুসের মাধ্যমে ২২ লাখ টাকার চুক্তিতে গত অক্টোবর মাসের শুরুতে মিশর হয়ে লিবিয়া যান নিশাত। ১০ নভেম্বর থেকেই তার ফোন বন্ধ। এক মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার আসে নৌকাডুবির খবর।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, “পরিবার যদি আইনগত সহায়তা চায়, প্রশাসন পদক্ষেপ নেবে।”

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “কেউ এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT