খেলাধুলা প্রতিবেদক || নিজেরদের কাজটা রংপুর বিভাগ আগের দিনই করে রেখেছিল। ইকবাল হোসেনের সেঞ্চুরিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগকে তিন দিনেই তারা হারিয়ে দেয় ৭ উইকেটে।
লিগের শেষ রাউন্ডের জয় পাওয়ায় জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তারাই এগিয়ে ছিল। অপেক্ষা ছিল কেবল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচের ফলাফলের। সিলেট ম্যাচ জিতে গেলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে। আর সিলেট যদি ম্যাচ ড্র করে তাহলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। ২৮ পয়েন্ট নিয়ে সিলেট দ্বিতীয়।
রংপুরের চোখ ছিল রাজশাহী স্টেডিয়ামে। তীব্র লড়াইয়ের পর সিলেট ও বরিশালের ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। সিলেটের ড্রয়ে নিশ্চিত হয়ে যায় রংপুরের শিরোপা। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির পর বড় দৈর্ঘর প্রতিযোগিতার শিরোপাও রংপুর ঘরে তুলল।
দুই প্রতিযোগিতাতেই আকবর আলী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার হাতেই উঠল জোড়া শিরোপা।
লিগে ৭ ম্যাচে ৩১ পয়েন্ট রংপুরের। ৩টিতে তারা জিতেছে। ড্র করেছে ৩টি। হেরেছে ১ ম্যাচ। ৭ ম্যাচে কোনোটিতে হারেনি সিলেট। জিতেছে ২টি। ড্র করেছে ৫টি। তাদের পয়েন্ট ২৮। প্রথমবারের মতো খেলতে নামা ময়মনসিংহ বিভাগ ২৪ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।