নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আব্দুর রাজ্জাক তালুকদার সজীব জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আজ আরো কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।