1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
আফসানা আরা বিন্দু ও জিয়াউল ফারুক অপূর্ব

বিনোদন প্রতিবেদক || জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে এ জুটিকে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায় না। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘হেডলাইন’। ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম। খোঁজ নিয়ে জানা যায়, এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।

একটি সূত্র জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। সিরিজটিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই গল্পে বিন্দুকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাবেন দর্শকরা। ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন আলোচিত এই অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত বহু কাজের সঙ্গে এডিটর হিসেবে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে সালেহ সোবহান অনীমের। ‘হেডলাইন’ প্রসঙ্গে এখনই বিস্তারিত তথ্য জানাতে চান না। অনীম বলেন, “কাজটি নিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। কাজের আগে তো আলাপ হয়ই! এখনো চূড়ান্ত কিছু নয়।”

চিত্রনাট্যের অগ্রগতি জানিয়ে পরিচালক অনীম বলেন, “চিত্রনাট্যের কাজ চলছে। আরো মাসখানেক সময় লাগবে। সবকিছু ঠিকঠাক হলে সিগন্যাল পেলেই শুটিংয়ে নামব।”

দীর্ঘদিন পর অপূর্ব ও বিন্দু জুটি হয়ে ফেরার খবরে শোবিজ অঙ্গনে ইতোমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT