আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বাসিন্দা এবং টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
তালেবান সরকার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করে। এর কারণ হিসেবে কর্মকর্তারা নৈতিকতার উদ্বেগের কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হয়েছে।
নেটব্লকস তাদের ওয়েবসাইটে বলেছে, “তালেবান সরকার নৈতিকতা ব্যবস্থা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ায় আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।”
২০২১ সালে তালেবান পুনরায় আফিগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামী আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চলেছে।