1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || আসন্ন এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করতে চান কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, “আমি চাই। যদি আপনি কথাটি বলতে চান, আমি এটির জন্য উন্মুক্ত।”

ট্রাম্প জানিয়েছেন, কিমের সাথে তার ‘দুর্দান্ত সম্পর্ক’ ছিল।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ইতিহাস তৈরি করেছিলেন, ২০১৯ সালে শেষবার করমর্দনের মাধ্যমে উত্তর কোরিয়ায় পা রারখা প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি।

মালয়েশিয়া এবং জাপান সফরে ট্রাম্প চীনের শি জিনপিংসহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে দেখা করবেন। চলতি বছরের শুরুতে ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ফলে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে।

প্রথম ট্রাম্প ও উন তিনবার মুখোমুখি সাক্ষাত করেছিলেন। কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচিতে একমত হতে ব্যর্থ হন তারা। প্রতিবেশী দেশগুলো বলছে, উত্তর কোরিয়া এরপর থেকে একাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, “আমি মনে করি তারা এক ধরনের পারমাণবিক শক্তিধর… তাদের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে, আমি এটাই বলব।”

কিম জানিয়েছেন, তিনি আবার ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত, যদি আমেরিকা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের ‘অযৌক্তিক’ দাবি করা বন্ধ করে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, গত মাসে এক ভাষণে কিম বলেছিলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমার এখনো মধুর স্মৃতি আছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT