1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে
রাশেদ সীমান্ত ও অহনা রহমান

বিনোদন প্রতিবেদক || সাধারণ একটি ঘটনা গুজবের কারণে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গুজব বাজ’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

শহর থেকে গ্রাম, গুজবের ছায়া যেন সর্বত্রই বিস্তৃত। কারো স্বার্থসিদ্ধির জন্য শুরু হয় গুজব রটনা, কিন্তু শেষমেশ সেই গুজবের শিকার হয় তারা নিজেরাই। এই বাস্তবতাকেই নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে নাটকটির গল্পে। এটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।

‘গুজব বাজ’ নাটক সম্পর্কে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, “এটি শুধু বিনোদনের জন্য নয় বরং একটি সতর্কবার্তা। এখন তথ্যপ্রবাহের যুগে গুজব কত সহজে মানুষের জীবনে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনে—সেই বার্তাই আমরা দর্শকের সামনে তুলে ধরেছি।”

নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—ফাতেমা হিরা, ইমরান আজান, লিটন খন্দকার, সিদ্দিক মাস্টার, নোয়াখালীর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল (সুধি সেলিম), ফাহিম, সুমাইয়া অ্যামি, কবিরাজ, আইমান শুভ প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছেন মো. মাসুদুর রহমান আদিৎ, আর গোল্ডমার্ক পপসের ব্যানারে নির্মিত এই নাটক ২৫ অক্টোবর, ড্রিম আই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT