1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আপত্তিকর ভিডিও নিয়ে চিরঞ্জীবীর মামলা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

আপত্তিকর ভিডিও নিয়ে চিরঞ্জীবীর মামলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে
মেগাস্টার চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক || ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর নাম ও ছবি বিকৃত করে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে অনলাইনে ছড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (২৭ অক্টোবর) হায়দরাবাদ সাইবার ক্রাইমে মামলা দায়ের করেছেন বরেণ্য এই অভিনেতা।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং নারীর অশালীন উপস্থাপন (নিষেধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কিছু ওয়েবসাইট মিথ্যা ও অশালীন প্রেক্ষাপটে চিরঞ্জীবীর ছবি ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্ট প্রকাশ ও প্রচার করেছে। অভিনেতা কর্তৃপক্ষকে এসব ওয়েবসাইটগুলোর বিস্তারিত তথ্যও দিয়েছেন।

এ বিষয়ে চিরঞ্জীবী বলেন, “এসব কাজ আমার গোপনীয়তা, সুনাম ও মর্যাদার অধিকারের (ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুসারে সুরক্ষিত) লঙ্ঘন।”

এই ডিপফেক ভিডিওগুলো আলাদা কিছু ঘটনা নয়, বরং একটি সংগঠিত ও পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জীবী বলেন, “এই ভুয়া ভিডিওগুলো আমার কয়েক দশকে গড়ে তোলা সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া পর্নো ভিডিওগুলো ভুয়া। এ দাবি করে চিরঞ্জীবী বলেন, “এই ভিডিওগুলো সম্পূর্ণ মিথ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি, যেগুলো সাধারণত ডিপফেক পর্নোগ্রাফি নামে পরিচিত। এতে অবৈধভাবে আমার মুখমণ্ডল ও ব্যক্তিত্ব বিকৃত করে অশালীন কনটেন্টে ব্যবহার করা হয়েছে।”

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি তারকাদের কাছে এখন হুমকিস্বরূপ। এ প্রযুক্তি ব্যবহার করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও। গত কয়েক বছরে ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন— রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল, আলিয়া ভাট, সানি লিওন প্রমুখ।

কিছু দিন আগে বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিপফেক বা আপত্তিকর ভিডিও তৈরি করে নেট দুনিয়ায় ছড়ানো হয়েছে। এ নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন এই তারকা যুগল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT