আন্তর্জাতিক ডেস্ক || অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর আক্রমণের মাত্রা বাড়িয়েছে। তারা ফিলিস্তিনিদের জলপাই বাগানে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, চলতি বছরের জলপাই ফসল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে সহিংস হওয়ার পথে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা শনিবার বসতি স্থাপনকারীদের সহিংসতার বেশ কয়েকটি ঘটনার খবর দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে উত্তর পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে বেইতা এবং হুওয়ারা শহরের কাছে এবং রামাল্লাহর কাছে সিনজিল শহর।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জলপাই ফসল কাটার সময় উপর গুলি চালালে বেথলেহেমের দক্ষিণ-পূর্বে আল-মানিয়ায় তিন ফিলিস্তিনি কৃষক আহত হয়েছেন।
২০২৩ সালে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বসতি স্থাপনকারী এবং সামরিক আক্রমণের তীব্রতা অনুভব করেছে। কিন্তু গত মাসে শুরু হওয়া চলতি বছরের জলপাই ফসল কাটার মৌসুমে সহিংস ঘটনা আরো বেড়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা শনিবার বলেছে, “২০১৩ সালে ইউএনআরডব্লিউএ বসতি স্থাপনকারীদের সহিংসতা ট্র্যাক করা শুরু করার পর থেকে অক্টোবর মাস সবচেয়ে সহিংস মাস হতে চলেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থার পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোল্যান্ড ফ্রিডরিচ বলেছেন, “বার্ষিক জলপাই ফসল হাজার হাজার ফিলিস্তিনিদের প্রধান জীবিকা, যেখানে জলপাই গাছ ফিলিস্তিনি ঐতিহ্য এবং পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত। জলপাই ফসলের উপর হামলা অনেক ফিলিস্তিনিদের জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ এবং অধিকৃত পশ্চিম তীরে জবরদস্তিমূলক পরিবেশকে আরো ভয়াবহ করে তোলে। পরিবারগুলোকে নিরাপদ পরিবেশে তাদের জলপাই ফসল কাটার জন্য তাদের জমিতে অবাধ প্রবেশাধিকার দেওয়া উচিত।”