1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ ঘোষণা ট্রাম্পের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
হোয়াইট হাউসে নৈশভোজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক || সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানিয়ে আয়োজিত নৈশভোজে তিনি এ ঘোষণা দেন। খবর আলজাজিরার।

নৈশভোজে অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আজ রাতে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছিসৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করে। এটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।”

তিনি জানান, এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিশেষ মর্যাদা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ মর্যাদা পাওয়ার ফলে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, অস্ত্র ক্রয় ও গোয়েন্দা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ মর্যাদা হলো ন্যাটোর বাইরে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার দেশগুলোর জন্য একটি বিশেষ স্বীকৃতি। এই মর্যাদায় অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদানপ্রদানে অতিরিক্ত সুবিধা মিললেও কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয় না। বর্তমানে ইসরায়েল, কাতার, কুয়েতসহ ১৯টি দেশ এ মর্যাদা পেয়েছে। এবার এই তালিকায় সৌদি আরবকে যুক্ত করার ঘোষণা দিলেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT