1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ভারতীয় ৭ পরিচালক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ভারতীয় ৭ পরিচালক

তানভীর আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
ছবির কোলাজ

তানভীর আহমেদ || ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর একটি; যা তাদের সাংস্কৃতিক প্রভাব ও বিশাল বৈশ্বিক দর্শকশ্রেণির জন্য পরিচিত। ভারতীয় সিনেমা, বিশেষ করে বলিউড ও সাউথ ইন্ডিয়ার ব্লকবাস্টার সিনেমাগুলো কেবল ভারতেই নয়, চীন, নাইজেরিয়া, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ থেকে বড় অঙ্কের অর্থ আয় করে থাকে।

সময়ের সঙ্গে বিদেশি বাজার আরো শক্তিশালী হয়ে ওঠায় দেশটির চলচ্চিত্র নির্মাতারাও অভূতপূর্ব খ্যাতি ও আর্থিক সাফল্য অর্জন করছেন। দশকের পর দশক ধরে অভিনেতারাই লাইমলাইটের সিংহভাগ আলো কেড়ে নিতেন, আর পরিচালকরা আড়ালে থেকে খুবই কম স্বীকৃতি পেতেন। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ইদানীং পরিচালকরা অভিনেতাদের মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন, অনেক সময় তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গির জন্য আরো বেশি পারিশ্রমিকও পাচ্ছেন। চলতি বছরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ৭ পরিচালককে নিয়ে এই প্রতিবেদন

এসএস রাজামৌলি

বাহুবলি’ সিনেমা খ্যাত পরিচালক এসএস রাজামৌলি। কেবল নির্মাতাই নন, তার পরিচালিত ৯৯ ভাগ সিনেমার চিত্রনাট্যকারও তিনি। ক্যারিয়ারে ১৪টি সিনেমা নির্মাণ করেছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকা পরিচালক। এরই মধ্যে তার ‘ট্রিপল আর’ সিনেমা অস্কারও জিতে নিয়েছে। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পরিচালকের তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন রাজামৌলি। তার পরবর্তী সিনেমা ‘বারাণসী’। এ সিনেমার জন্য রাজামৌলি পারিশ্রমিক নিয়েছেন ২০০ কোটি রুপি।

সন্দীপ রেড্ডি ভাঙা

তেলেগু ও হিন্দি সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমা নির্মাণ করেছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই পরিচালক। এসব সিনেমা হলো—‘অজুর্ন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’। পরিচালনার পাশাপাশি এসব সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পরিচালকের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তার পরবর্তী সিনেমা ‘স্প্রিরিট’, ‘অ্যানিমেল পার্ক’। ১০০-১৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন সন্দীপ রেড্ডি ভাঙা।

অ্যাটলি কুমার

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউড পা রাখেন অ্যাটলি। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। আল্লু অর্জুনকে নিয়ে ‘এএ২২×এ৬’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন অ্যাটলি। এ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই পরিচালক।

প্রশান্ত নীল

কন্নড় ও তেলেগু সিনেমার পরিচালক প্রশান্ত নীল। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নির্মাতার তালিকায় অ্যাটলির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। নির্মাণ ক্যারিয়ারে খুব বেশি সিনেমা পরিচালনা করেননি। তার নির্মিত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’, কেজিএফ চ্যাপ্টার টু’, ‘সালার’ সিনেমা। অ্যাটলির মতো প্রশান্ত নীলও প্রতি সিনেমার জন্য শতকোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

রাজকুমার হিরানি

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজকুমার হিরানি। নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এ তালিকায় রয়েছে—‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘ডাঙ্কি’ এর মতো সিনেমা। বলিউডের ইতিহাসে পরিচালক হিসেবে রাজকুমার হিরানির নামটি অনবদ্য। দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিটি সিনেমার জন্য এখন ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই পরিচালক।

সুকুমার

তেলেগু সিনেমার আলোচিত পরিচালক সুকুমার। নির্মাণ ক্যারিয়ারে ১০টি সিনেমা উপহার দিয়েছেন। আল্লু অর্জুনকে নিয়ে ‘আরিয়া’ নির্মাণ করেই নজর কাড়েন। এটি ছিল তার অভিষেক সিনেমা। তারপর ‘আরিয়া টু’, ‘রাঙ্গাস্থালাম’ নির্মাণ করে প্রশংসা কুড়ান। তবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ও ‘পুষ্পা টু’ সিনেমা উপহার দিয়ে হইচই ফেলে দেন এই পরিচালক। এখন ‘পুষ্পা থ্রি’ নির্মাণের পরিকল্পনা সাজাচ্ছেন। প্রতিটি সিনেমার জন্য এ পরিচালক পারিশ্রমিক নিয়ে থাকেন ৭৫ কোটি রুপি।

সঞ্জয়লীলা বানসালি

পদ্মশ্রী’ বিজয়ী পরিচালক সঞ্জয়লীলা বানসালি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক আলোচিত ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এ তালিকায় রয়েছে—‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘সাওয়ারিয়া’, ‘পদ্মাবত’ প্রভৃতি। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালকের তালিকার সপ্তম স্থানে রয়েছেন সঞ্জয়লীলা বানসালি। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি সিনেমার জন্য ৬৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই নির্মাতা।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT